“সংবিৎ” একটি ভঙ্গুর প্রাচীরে ধাক্কা দিন। প্রাচীরটি নিমিষেই গুঁড়িয়ে যাবে। এবার সীসঢালা একটি প্রাচীরে ধাক্কা দিন। আপনার শত চেষ্টাও প্রাচীরটিকে টলাতে পারবে না। বিন্দুপরিমাণও হেলাতে পারবে না। প্রাচীরটি যেমন ছিলো, তেমনি রয়ে যাবে।
ইসলাম হলো সীসঢালা প্রাচীর। কোনো ঝড়-ঝঞ্ঝা তাকে টলাতে পারে না। কোনো জালিম—তাকে কম্পিত করতে পারে না। কোনো অশুভ শক্তি—তাকে জয় করতে পারে না। কোনো অবিশ্বাসী—তার অগ্রাভিজান বন্ধ করতে পারে না। ইসলাম হলো সত্য দ্বীন। যা বিজিত হয় না, বিজয়ী হয়। যা নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রণ করে। যা পরিবর্তিত হয় না, পরিবর্তন করে। ইসলাম সত্যের আলো, যা মিথ্যের অন্ধকারকে দূরীভূত করে। সে সত্যের আলোর শিক্ষা থেকেই সাজানো এই বই—“সংবিৎ”। অবিশ্বাসের যে অন্ধকার ধেয়ে আসছে, তাকে দূর করার ক্ষুদ্র সাধনা থেকেই লেখা এই বই—“সংবিৎ”। সংশয়য়ের যে ঠুনকো দেয়াল তৈরি হচ্ছে, তাকে ধসিয়ে দেয়ার সামান্য প্রচেষ্টা থেকেই লেখা এই বই—“সংবিৎ”। শত্রুরা যে ইন্দ্রজাল পেতেছে, তা ছিন্নভিন্ন করে দেয়ার অদম্য ইচ্ছে থেকেই লেখা এই বই—“সংবিৎ”।
এই আমানত এবার আপনাদের হাতে। মুসলিম কিংবা অমুসলিম, সংশয়বাদী কিংবা নাস্তিক, মানবতাবাদী কিংবা সাম্যবাদী, সমাজতন্ত্রী কিংবা পুঁজিবাদী—সবার কাছে পৌঁছে দিন। পৌঁছে দিন তাদের হাতে, যারা সত্যকে খুঁজে বেড়াচ্ছে। পৌঁছে দিন তাদের কাছে, যারা সংশয়গুলোর উত্তর খুঁজছে। পৌঁছে দিন তাদের কাছে, যারা না বুঝেই সত্যের বিরোধিতা করছে। ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন।