“সংকট ও সুযোগ” ফ্ল্যাপে লেখা কথা:
১৯৯৪ সাল থেকে সুদীর্ঘ ১৫ বছর পর্যন্ত অর্থাৎ ২০০৮ সাল পর্যন্ত লেখা চুয়াল্লিশটি প্রবন্ধের সংকলন এই গ্রন্থটি। লেখকের বিষয়বস্তু কোনাে একটি বিষয়ে নির্দিষ্ট নয়। জীবনের প্রথম পঁচিশ বছর সরকারি চাকরি করেছেন লেখক এবং চাকরি সবই ছিল উচ্চমর্যাদা ও গুরুত্বের চাকরি। দেশি-বিদেশি বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে আসেন সেই সূত্রে। ছেলেবেলা থেকেই ভালাে ছাত্র হিসেবে পরিচিতি ছিল এবং পড়াশােনার রেকর্ডও সর্বোত্তম। ১৯৮৪ সাল থেকে পরবর্তী উনিশ বছর নানা দেশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়ে অর্থনীতি, উন্নয়ন, পরিবেশ ও প্রশাসন নিয়ে উপদেষ্টার কাজ করেছেন এবং এতে একটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী তার গড়ে ওঠে।
চুয়াল্লিশটি প্রবন্ধে তার নানা বিষয়ে চিন্তাধারা দেশের নানা সমস্যা নিয়ে বিশ্লেষণ ও সুপারিশ সমসাময়িক রাজনীতি নিয়ে স্পষ্টবাদী মন্তব্য ইত্যাদি এই বইয়ে সুস্পষ্ট। প্রয়ােগবাদী সমাধান লেখক উপস্থাপন করেছেন এবং নির্দ্বিধায় তা বলেছেন। আওয়ামী ঘরানার চিন্তাধারা সহজেই ধরা পড়ে কিন্তু এই পনেরাে বছরের অর্ধেক সময় তিনি ছিলেন নির্দলীয় লেখক ও সমালােচক। ২০০৯ সালে শেখ হাসিনার কোয়ালিশন সরকারে জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় লেখালেখি এখন সরকারি বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ সাধারণ নাগরিকের জন্য আকর্ষণীয় এমন কোনাে বিষয় নেই যার সম্বন্ধে লেখক চুপ থেকেছেন। তাই পড়ুয়াদের এই গ্রন্থটি ব্যাপকভাবে দোলা দেবে বলে আমরা বিশ্বাস করি।