“আন্দালুসের ইতিহাসঃ ১ম-২য় খণ্ড (২টি বইয়ের সেট)” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
কেন পড়বেন ইতিহাস?
মুসলিম উম্মাহ বিস্মৃত হবে আপন ইতিহাস; এও কি মেনে নেওয়া যায়?! আল্লাহ-ই তাে ইরশাদ করেছেন- ‘এসব ঘটনা শােনাতে থাক, যাতে তারা চিন্তা করে’। মুসলিম উম্মাহ পথ চলবে হাজারাে সমস্যাকে সঙ্গী করে; এও কি মেনে নেওয়া যায়?! অতীত-ইতিহাসেই তাে আছে এসব সমস্যার সমাধান। ইতিহাসের পাতাই যে মুসলিম জাতির চিরন্তন পাঠশালা! ইতিহাস হাতে-কলমে শিক্ষা দেয় কীভাবে একটি জাতি জেগে ওঠে কিংবা ঘুমিয়ে পড়ে কীভাবে একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে কিংবা ধসে পড়ে কীভাবে একটি সভ্যতা নির্মিত হয় কিংবা ভেঙে পড়ে কীভাবে একটি বিপ্লব পূর্ণতায় পৌছয় কিংবা মুখ থুবড়ে পড়ে। ইতিহাস একটি জাতির শিকড়ের ন্যায়; ইতিহাস-বিমুখতা তাই শিকড়চ্যুত হওয়ার নামান্তর। আজকের পৃথিবীতে মুসলিম উম্মাহর যে অবক্ষয় ও অধঃপতন, নিজেদের অতীত-বিস্মৃতি তার অন্যতম কারণ। আর তাই ইতিহাস অধ্যয়নই পারে- আপনাকে শিকড়ের সঙ্গে যুক্ত করতে সুমজ্জ্বল ভবিষ্যৎ গঠনের নিশ্চয়তা দিতে অতীত-অভিজ্ঞতার আলােকে আগামীর গন্তব্য নির্ধারণ করতে।