“শার্লক হোমসের এ স্টাডি ইন স্কারলেট” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
‘এ স্টাডি ইন স্কারলেট’ রহস্য উপন্যাস হলেও এতে রয়েছে ইতিহাসের অনেক উপাদান। অস্তগামী ব্রিটিশ সাম্রাজ্যের রক্ত ক্ষরণের দাগ রয়েছে উপন্যাসে। এতে আরও রয়েছে আফগান যুদ্ধের স্মৃতিচিহ্ন। সে সময় আফগানদের সাথে ইংরেজদের যুদ্ধ হয়। যুদ্ধে বিজয়ী হয় ইংরেজরা। উপন্যাসটি লেখা হয়েছে উত্তম পুরুষে। চরিত্রটির নাম ডা. ওয়াটসন। ডা. ওয়াটসন ১৮৭৮ থেকে ১৮৮০ সাল পর্যন্ত সংঘটিত দ্বিতীয় আফগান যুদ্ধে অংশ নেন।
ইতিহাসবিদরা মনে করেন, আফগানিস্তানের আমির শের আলী আফগানিস্তানে ইংরেজদের দূতাবাস খুলতে না দেওয়ার কারণে এই যুদ্ধ সংঘটিত হয়। উপন্যাসের শুরুতেই বলা হয়েছে, “ইন্ডিয়া গিয়ে কাজ বুঝে নেওয়ার আগেই শুরু হয় আফগান যুদ্ধ। বােম্বাই পেীছে শুনলাম আমাদের বাহিনী গিরিসংকটের মধ্য দিয়ে শত্রুদের এলাকায় ঢুকে পড়েছে। অন্যান্য অফিসারদের সঙ্গে আমিও পৌঁছলাম কান্দাহারে।”
ইংরেজরা ভারতবর্ষে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হলেও কখনই আফগানিস্তানে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। ফলে বার বার যুদ্ধে জড়িয়ে গিয়েছে। এক সময় কান্দাহার ছিল আফগানিস্তানের রাজধানী। ই-আফগান যুদ্ধের সময় ১৮৩৯ থেকে ১৮৪২ সাল এবং ১৮৭৯ থেকে ১৮৮১ সাল পর্যন্ত কান্দাহার ব্রিটিশ সেনার দখলে ছিল। পরে তা হাতছাড়া হয়ে যায়। তাই ডা. ওয়াটসনের স্মৃতিতে কান্দাহারের স্মৃতি জাগরুক ছিল। এভাবেই লেখক তার উপন্যাসে ইতিহাসের উপাদান যােগ করেছেন।