“উনিশ শ একাত্তর: স্মৃতিতে, কথায়, লেখায় ১ম খণ্ড” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
‘উনিশ’শ একাত্তর’ গ্রন্থটি নির্মিত সাক্ষাৎকার দিয়ে। এতে ১৯৭১ সালের ইতিহাসের সঙ্গে যারা বিবিধভাবে জড়িত। ছিলেন তাঁদের কথা এসেছে। এগুলাে পূর্বে ‘বাংলাদেশ একাত্তর’ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। ওই গ্রন্থটি ২০১২ সালের পর বাজারে নেই। তাই এই নতুন আয়ােজন। তবে সকল সাক্ষাৎকার পর্যায়ক্রমিকভাবে প্রকাশ করার সিদ্ধান্তের ভিত্তিতে প্রথম পর্বে ছাপা হলাে। তবে এই নির্বাচনের ভিত্তি কোনাে সাক্ষাৎকারের অধিক বা কম গুরুত্ব নয়। যথাসম্ভব চেষ্টা করা হয়েছে যাতে প্রতিনিধিত্বমূলক চিত্রটি পাওয়া যায়। আগামীতেও এই একই পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া চালু থাকবে।
প্রথম সাক্ষাৎকারটি আমাদের নির্বাচিত ছয়টি গুচ্ছের বাইরে। এটি প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের সাক্ষাঙ্কার। যেখানে তিনি রাজনৈতি পটভূমি, মার্চের প্রতিরােধের দিনগুলি এবং পরবর্তীকালে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের পর কিভাবে বিভিন্ন পর্যায়ের মানুষ সংগ্রাম করেছিল তার চিত্রটি উঠে এসেছে। তার সাক্ষাৎকারের একটি বিশেষ গুরুত্ব হচ্ছে, তিনিই সম্ভবত শেষ সাংবাদিক যার সঙ্গে ধানমন্ডির ৩২ নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলাপ করেছিলেন। সেই আলাপের গুরুত্ব হচ্ছে, শেখ মুজিবুর রহমানের মানসিক অবস্থা এবং স্বাধীনতা সম্পর্কিত ধারণা…