“কবিতায় এপার ওপার-৩” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘কবিতা বুকের ভেতর এক মরুভূমি খা-খা তেষ্টা মিটিয়ে দিতে পারে নিমেষেই। কবিতা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে যেতে পারে চোখের পলকে। পাসপাের্ট, ভিসাকে থােড়াই কেয়ার করে ছুঁয়ে দিতে পারে মন ও মানুষ! এই-যে লােকে লােকারণ্য শহর, সকাল-সন্ধ্যা ভিড়ভাট্টা জাগে, তবুও এমন একলা লাগার মানে, নিজের একটা মানুষ সবার লাগে। সত্যিই তাই। এই কবিতার বই, জগজুড়ে অসংখ্য মানুষের মাঝেও আমাদের নিজের মানুষদের যেন হারাতে দেয় না। যেন শব্দগুলাে তাদের বুকের কাছে অনুভূতি হয়ে গিয়ে আলতাে করে ছুঁয়ে দিয়ে বলে : এই মানুষগুলাে আমার, আমাদের।’