“গদ্য সংগ্রহ -১ম খন্ড” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অশ্রুকুমারের গদ্যসংগ্রহের এই প্রথম খণ্ডে রবীন্দ্রনাথ বিষয়ে যে দুটো বই প্রকাশিত হয়েছে, সে দুটি ভিন্নধর্মী। রবীন্দ্রনাথ নিজের পূর্বরচিত উপন্যাস-কবিতা-ছােটগল্পকে নাটকে যেমন রূপান্তরিত করেছেন, তেমনি নিজের রচিত নাটকের একটি বিকল্পরূপও পরবর্তী সময়ে রচনা করেছেন। এইভাবে যেন গড়ে উঠেছে তার হাতে একই নাটকের ভিন্নতর ভাষ্য। এইসব রূপান্তর ও ভাষ্যান্তরের স্বরূপও অন্তর্লীন ঐক্যের সন্ধান আছে। শ্রুতকীর্তি রবীন্দ্রনাট্যে রূপান্তর ও ঐক্য’ গ্রন্থে। গবেষণাধর্মী এই গ্রন্থ নিপুণ বিশ্লেষণ ও অন্তর্দৃষ্টিময় সমালােচনায়, রসবােধ ও মনস্বিতার দুর্লভ সমন্বয়ে ঋদ্ধ। দ্বিতীয় গ্রন্থটিতে উঠে এসেছে রবীন্দ্রজীবনের একটি খণ্ড। Gitanjali-র নােবেল পুরস্কার প্রাপ্তির ঘটনার সঙ্গে যিনি সবচেয়ে বেশি জড়িয়ে গিয়েছিলেন তিনি ইংরেজ শিল্পী উইলিয়াম রােটেনস্টাইন। সেই রােটেনস্টাইনের সঙ্গে বন্ধুত্বের ইতিহাসের আলােচনা প্রসঙ্গে এই গ্রন্থে উঠে এসেছে ভারতবর্ষের সঙ্গে ঔপনিবেশিক শক্তি ইংল্যান্ডের সম্পর্কের উত্থান-পতন। ১৯১১ সাল থেকে আমৃত্যু বন্ধুত্বের এই ইতিহাস গড়ে উঠেছে দুই বন্ধুর পত্রাবলী ও অন্যান্য দুর্লভ তথ্যের ভিত্তিতে।