“সেরা রম্য” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
রম্যরচনার হীরকদিপ্তী ছড়িয়ে যে কজন সাহিত্যিক সমকালীন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আতাউর রহমান। যার রচনায় মানবজীবনের কথিত ও অগণিত ভাবনার ছায়াপাত ঘটেছে। রসময় সে সব গদ্য সমাজের দর্পন হিসেবে উপস্থিত হয়েছে পাঠকের সামনে। অসামান্য বাণীভঙ্গিতে সে সুরস রচনাগুলি লাভ করেছে সর্বশ্রেণির পাঠকপ্রিয়তা। বিচিত্র সে সব রচনা থেকে বাছাই করে সংকলিত হলাে ‘সেরা রম্য’ নামে। এখানে দাম্পত্য জীবন থেকে রাজনীতি, ভ্রমণ থেকে ফ্যাশন, প্রেম থেকে কুটনীতি সবই স্থান করে নিয়েছে। আর এ কারণেই আতাউর রহমান-এর সেরা রম্য গ্রন্থটি হয়ে উঠেছে অনন্য।