দ্য মিরাকলস অফ ইয়োর মাইন্ড বইটিতে বিশিষ্ট চিন্তাবিদ ড. জোসেফ মার্ফি ধাপে ধাপে বিভিন্ন বিষয় বিশেষণের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, মানুষের অবচেতন মনে সুপ্ত থাকা প্রতিভা এবং শক্তিই পারে জীবনকে আরও সুখময় এবং সমদ্ধিকর হিসেবে গড়ে তুলতে। স্বাস্থ্য রক্ষা, ধন-সম্পদ অর্জন, সম্পর্ক টিকিয়ে রাখা ইত্যাদি নিত্যনৈমিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়াও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, মাদকসহ অন্যান্য বাজে নেশা বা অভ্যাস ছাড়তে কীভাবে মনের শক্তিতে জাগ্রত ও ব্যবহার করা যায়, প্রাঞ্জল ভাষায় এ ব্যাপারে আলোকপাত করেছেন লেখক। মোদ্দাকথা, মানসিক শক্তি প্রয়োগের মাধ্যমে সফলতা অর্জনের পথে এক অসীম সম্ভাবনার দুয়ার হচ্ছে এই ‘দ্য মিরাকলস অফ ইয়োর মাইন্ড’।