“খুশুঃ নামাজের প্রাণ ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আবু হুরাইরা (র:) বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল ; বলেছেন, । “তােমাদের কেউ যখন নামাজের জন্য দাঁড়ায়, তখন সে তার রবের। সাথে কথা বলে। অতএব সে তার রবের সাথে কীভাবে কথা বলে তার প্রতি তাকে মনােনিবেশ করতে দাও।”
হুযাইফা (র:) বলেন, “সর্বপ্রথম দ্বীনের যে বিষয়টি উঠিয়ে নেওয়া হবে । তা হলাে খুশু এবং সর্বশেষ দ্বীনের যে বিষয়টি উঠিয়ে নেওয়া হবে তা। হলাে নামাজ। তখন এমন হবে যে একজন ইবাদাত করবে অথচ তাতে। কোনাে কল্যাণ থাকবে না এবং শীঘ্রই এমন একটা সময় আসবে যখন। তুমি বিশাল একটা মসজিদে প্রবেশ করবে অথচ অন্তরে খুশু আছে এমন । একজনকেও দেখবে না।”