“ইমপ্রুভ ইওর মেমোরি পাওয়ার” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কথা ছিল মানুষকে কিছু দিয়ে যাব
ভালাে কিছু লিখলে উৎসর্গ করবাে।
আমার প্রিয় দাদাকে চন্দ্র শেখর সাহা’ এই নামেই যার পরিচিতি। কিন্তু ব্যাপার এতাে সহজ নয়…
তিনি এখন দূরের মানুষ। সময়সীমা তুলে দিয়েছে। এখন অন্যভাবে অগ্রসর হচ্ছি আমার প্রতিষ্ঠান আড়ং-এর প্রতি আনুগত্য বৃদ্ধি পাচ্ছে। আমি ভুলে যাইনি আমার প্রিয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিককে যিনি দেশের দারিদ্রতা দূর করেন। আমার ধারণায় নিজে ধনী হয় এবং অন্যকে ধনী বানায়…
‘হাে মােভ মাই চীজ তাঁদের প্রেরণাতেই এসেছিল আমার জীবনে যা বদলে দিয়েছে। আমার জীবন, আমি শিখে গেছি কীভাবে ধনী হতে হয়, পেতে হয় কাঙ্খিত সাফল্য…
বইটির সহজ রূপান্তর ঘটিয়েছি যাতে আপনাদের অনুকূলে কাজ হয়। আসুন এখনই পড়ে ফেলি ‘হাে মােভ মাই চীজ।