“ঈশ্বর পৃথিবী ভালবাসা” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তী একটি যুগান্তকারী নাম। চলমান নদীর মতাে তার যে জীবন নিয়ে আত্মকথা লিখতে গিয়ে শিবরাম তার জীবনের সব গােপন রহস্যই ফাস করে দিয়েছেন পাঠকের দরবারে। ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা’ তাই অভিজ্ঞতার ক্ষীরে মাখানাে চমচম। একবার কামড় দিলে শেষ না করে আর ছাড়া যায় না। ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা’য় আছে জন্ম থেকে তার দীর্ঘ জীবনের নানান উপাখ্যান,বহুধা ঘটনার সঙ্গে সঙ্গে নানারূপ পরিবেশের নিখুঁত বর্ণনা।দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় লক্ষ লক্ষ পাঠককে মুগ্ধ করেছিল এ কাহিনি।