রাত নিঝুম। মেঘমুক্ত আকাশে জেগে আছে নক্ষত্ররা। গভীর সুষুপ্তিতে মগ্ন চরাচর। দেওঘরের পাশেই ডিগরিয়া পাহাড়। গহন জঙ্গলে ঢাকা। কত রাত, কে জানে ! সহস্য-কড়-কড়-ড়-ড়াম্! ভয়ঙ্কর শব্দ যেন বাজ পড়ল। কেঁপে উঠল পাহাড়, কেঁপে উঠল ছোট্ট শহর।…তারপর? এ কী কোনও রহস্য-রোমাঞ্চকাহিনির শুরু? না। ইংরেজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা-সংগ্রামের একটি বিস্মৃতির অতলে ডুবে যাওয়া ঘটনা । এক কিশোরের আত্মদানের মধ্য দিয়ে শুরু হয়েছিল সশস্ত্র বিপ্লবীদের কর্মকাণ্ডের সূচনা। স্বাধীনতার জন্য যারা হাসতে-হাসতে বুক চিতিয়ে দিয়েছিলেন বন্দুক-বেয়নেটের সামনে, ফাঁসির দড়ি ঝুলিয়েছিলেন গলায়, তাঁদেরই কথা। আজও রোমাঞ্চকর। শুরু ১৯০২ সালে শেষ ১৯৪৮ তেভাগার লড়াইতে। মাঝে নৌবিদ্রোহ, মাতঙ্গিনী হাজরা…। মর্মস্পর্শী রক্ত তোলপাড় সাতটি সত্য কাহিনি ।