‘প্রতি রাতে যখন ঘুমাতে যেতাম তখন মনে হতো অন্যান্য মায়েদের মতো আম্মুও হয়তো বাঘ, ভাল্লুকের গল্প শুনাবে, ইদুর কচ্ছপের কিস্সা বলবেন, কিন্তু তিনি…! আম্মু তখন বিভিন্ন নবি-আম্বিয়াদের প্রত্যয়দৃপ্ত ঘটনাবলি বলতেন, আমিও উজ্জীবিত হতাম, খুব মনোযোগ-সহকারে শুনতাম। আম্মুর কথা এখনও মনে হলে দু’চোখ অশ্রুতে ভিজে যায়। এরকম উপদেশমূলক গল্পে রচিত তোমাদের বড় হতে হবে বইটি।