“গদ্য সংগ্রহ-৩” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবিতা বিষয়ে লেখা আমার বই আধুনিক কবিতার দিগ্বলয়’ পাঠকদের সমাদর পেয়েছে। আমার আরও একটি জনপ্রিয় বই ‘কবির কথা, কবিতার কথা’। প্রথমে ভাবা হয়েছিল এই দুটি বই নিয়েই গড়ে উঠবে আমার গদ্যসংগ্রহ-৩। কিন্তু বাধা হয়ে দাঁড়াল বইয়ের সম্ভাব্য আয়তন। এবং সেই আয়তনের বইয়ের যা মূল্য হবে তা পাঠকের পক্ষে ভার হয়ে দাঁড়াতে পারে। তাই পরিকল্পনা পালটাতে হল। ‘আধুনিক কবিতার দিঘলয়’-এর সঙ্গে থাকল জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে-র কবিতা নিয়ে অন্যত্র প্রকাশিত ৮টি প্রবন্ধ। এই খণ্ডের বিষয় আধুনিক বাংলা কবিতা। বাজারে লভ্য ‘আধুনিক কবিতার দিঘলয়’-এ দুর্ভাগ্যবশত বহু মুদ্রণপ্রমাদ আছে। এই সংস্করণে তা যথাসম্ভব সংশােধন করা গেল।