হলুদ পাখির সাথে একটা টিয়া পাখিও এসেছে কামরাঙা গাছে। গত দু’দিন হলাে অনেক কামরাঙা পেকেছে কামরাঙাগুলাে বেশ ভালাে। তুবা মনির মেঝােমামা লাগিয়ে ছিলেন গাছটি। জেলা কৃষি অফিস থেকে কিনে আনা ভালাে জাতের কামরাঙা। বছর চারেক হলাে গাছটির বয়স প্রতিটা ডালেই ঝুমঝুম করছে পাকা পাকা কামরাঙা।
তুবা গ্রীষ্মের ছুটিতে এসেছে ওর নানুবাড়ি আম কাঁঠালের সাথে অনেক ফলের সমাহার নানুবাড়িতে। ছােট মামা তুবার খুব পছন্দের মানুষ। কারণ ছােট মামা তার জন্য প্রায়ই চকলেট ও পুতুল কিনে আনে। হলুদ পাখি আর টিয়া দেখে তুবার খুব লােভ হলাে পাখি দুটো ধরতে। কিন্তু উপায় নেই। ছােটমামা বলেছেন পাখি ধরা নিষেধ। তবে আমি তােমাকে ওদের খেলার সাথী বানিয়ে দিতে পারবাে।
একদিন ছােটমামা ছােট সুন্দর দুটি বাঁশের খাঁচা কিনে আনলেন। ছােট ছােট বাটিতে সাজানাে কাউনের চাল, গমের কুঁড়া এবং পানি দেওয়া হলাে। এরপর ঝুলিয়ে রাখলেন কামরাঙা গাছে। খাঁচা দুটোর মাঝ বরাবর রাখলেন দুটো লাল পুতুল। একটা বউ পুতুল অন্যটা বর পুতুল তুবার খুব পছন্দ পুতুল দুটো।