চোখ বন্ধ করতেই প্রথম এক বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে পায়। হাওয়া বড় অবাধ্য। সে হাঁটছে উষ্ণ বালিতটে। পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে সােনালি নরম বালি ঢুকে সুড়সুড়ি দিচ্ছে। কাচের টুকরাের মতাে স্বছ ঝকঝকে রােদুর চারিদিকে। সামনে যতদূর দেখা যায় শুধু নীল আর নীল। দূরে গিয়ে মিশেছে আকাশ আর সাগরের জল। সাগরের কিনার ঘেঁষে নুহা দাঁড়িয়ে আছে। তার গায়ে সাদা শাড়ি। তাকে দেখাচ্ছে জলপরীর মত। তার হাতে ধরা একটি বহু পুরােনাে দিনের ডায়েরি।