“সাইকো থ্রিলার নোমিরা” বইয়ের পেছনের কভারে লেখা:একটা স্বপ্ন দেখল নােমিরা। স্বপ্নে মা বললেন, আমি তাের বাবাকে খুন করিনি। একজন উকিলকে ধরে নােমিরা তার বাবা শফিকুর রহমানের মার্ডার কেসটা রি-ওপেন করল। এই কেসের পুনঃতদন্তের দায়িত্ব পেলেন বদখত চেহারার ইন্সপেক্টর মিজাইল করিম। মেরি লিয়ার নামে একজন মিডিয়াম প্ল্যানচেটের মাধ্যমে জানতে পারলেন, নােমিরার কাছের কেউ তার বাবাকে খুন করেছে। নােমিরার। সন্দেহ গিয়ে পড়ল চাচা রফিকুর রহমানের ওপর। কিন্তু মিজাইল করিমের দৃষ্টি অন্যদিকে। সন্দেহের তালিকায় চলে আসে চারজনের নাম । এই চারজনের মধ্যেই রয়েছে প্রকৃত খুনি। কে সেই খুনি?