যে প্রেম বিচ্ছেদে গড়িয়েও আরাে দুই মুহূর্ত প্রাণ করে আনচান, সে বিরহ কেমন? যার যার প্রেম-বিরহ তার তার মতন। কোনাে মিল নেই। মানদণ্ড নেই। নেই আদর্শ কিছু। হয়ে যাওয়া প্রেম সেই ঘটে যাওয়া প্রেমেরই মতাে, উৎপন্ন বিরহ বিরহেরই বরণ। মানুষভেদে প্রেম আলাদা, ব্যক্তির আরেকটি প্রভাতের অন্য প্রেমের জন্যও ভিন্ন। যেন কোনাে প্রেমের ধরন অধিকার করে আছে তারই অনুরাগের মন। এটুকুই অনুমেয়। একারণেই উষ্ণ। সেইসব প্রেম এইসব গল্পে। বইয়ের গল্পগুলাে প্রেমের। মেহেদী উল্লাহর প্রেমের গল্পের সংকলন অনুমেয় উষ্ণ অনুরাগ।