“পানকৌড়ি ও অন্যান্য গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ওপার বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক রজতশুভ্র মজুমদারের গল্প মানেই এক অন্য রকম আবেশ, এক অনাস্বাদিত উত্তেজনা যা পাঠককে অনায়াস দক্ষতায় পৌছে দেয় এক অভাবিত উপসংহারে। তেমনই পনেরােখানা ভিন্ন স্বাদের গল্প নিয়ে এই সংগ্রহ। গল্পগুলাের বেশিরভাগই ওপারের জনপ্রিয় ম্যাগাজিন আনন্দবাজার গ্রুপের ‘সানন্দা’ ও ‘উনিশ কুড়ি’তে প্রকাশিত। টালিউড ও বলিউডে ইতিমধ্যেই এই সংকলনের একাধিক গল্পের চলচ্চিত্রায়ণের কাজ চলছে। গল্পগুলাের ইংরেজি সংস্করণের কাজও শুরু হয়েছে।