পিঙ্গল বিকেলের আয়নায়

৳ 210.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789848054055
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৯৪
সংস্কার 1st Published, 2018
দেশ বাংলাদেশ

মাহবুব আলী-র জন্ম দিনাজপুর শহরে। পিতা: মো. আবদুল মজিদ (অ্যাডভোকেট) মাতা: মেহের নেগার। প্রথম লেখা প্রকাশিত হয় নভেম্বর ১৯৭৩-এ সাপ্তাহিক দেশবাংলা-র কিশোর পাতায়। প্রথম `The Slave’ প্রকাশিত হয় সেপ্টেম্বর ১৯৭৪-এ- The Daily Observer-এর Young Observer বিভাগে। তিনি দৈনিক পূর্বদেশ-এর শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’-এর দিনাজপুর জেলা শাখা’র উদ্যোক্তা আহ্বায়ক হিসেবে ১৯৭৫-১৯৭৭ইং পর্যন্ত সাংগঠনিক ভূমিকা রাখেন। এ ছাড়া দিনাজপুরের সাহিত্য সংগঠন ‘উত্তর তরঙ্গ’-এর অন্যতম উদ্যোক্তা। তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় গল্প, কবিতা, সাম্প্রতিক বিষয়সমুহের উপর উপসম্পাদকীয় ও ফিচার লেখেন। তার প্রথম বই ‘অস্তিত্বের পলায়ন’ প্রকাশিত হয় আগষ্ট ১৯৯২ সালে। এটি ছোটগল্পের বই। পরবর্তীতে বইটি রিভাইজড করে প্রকাশিত হয় ২০১৮-র আগস্ট মাসে। এ ছাড়া ওই বছর একইসঙ্গে আরও পাঁচটি গল্পবই প্রকাশিত হয়: ভয়, পিঙ্গল বিকেলের আয়নায়, অযোগ্যতার সংজ্ঞা, রাত পাহারা চোখ এবং গোপনীয়তার অলিগলি। সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ক ‘ছোটগল্পের নির্মাণশৈলী’ বইটি পাঠকমহলে সমাদৃত হয়। এটি ২০১৮ সালের ফেব্রুয়ারি বইমেলায় প্রকাশিত হয়। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক বিভাগ-এর ডিপার্টমেন্ট অব পাবলিক লাইব্রেরির ‘অমর একুশে’ সাহিত্য প্রতিযোগিতায় ১৯৮৭ সালে কবিতায়, ১৯৮৯ সালে ছোটগল্প ও প্রবন্ধে জেলা পর্যায়ে তিনটি শীর্ষ পুরস্কার লাভ করেন। একইভাবে ১৯৯১ সালে প্রবন্ধ ও গল্পে দুটি পুরস্কার। পরবর্তীতে লাইব্রেরির একুশে রচনা প্রতিযোগিতায় বিচরকমÐলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অনুরূপ দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনে করে থাকেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান-এ স্নাতকোত্তর। উত্তরবঙ্গের প্রাচীনতম দৈনিক উত্তরা-র সহকারী সম্পাদক হিসেবে কয়েক বছর কাজ করেন। এখানে মূলত সম্পাদকীয় ও সাহিত্যবিভাগ পরিচালনা করতেন। এরপর বিভিন্ন এনজিও'তে মধ্যপর্যায়ের কর্মী হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন। পরিশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাস্ট্রবিজ্ঞান প্রভাষক হিসেবে কাজ। বর্তমানে একইসঙ্গে বিভিন্ন সংবাদপত্রে ফ্রিল্যান্স কলাম লেখক হিসেবে লিখছেন। তার পরিবারে স্ত্রী: নাজমুন নাহার, দুই কন্যা: মৌসুমি ও মৌবেনা এবং এক পুত্র: ময়ূখ ইসলাম রয়েছে। তার আরেকটি পরিচয়, আগষ্ট ১৯৯৫-এ দিনাজপুরে পুলিশ কর্তৃক ইয়াসমিন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত মেহরাব আলী সামু তার কনিষ্ঠ সহোদর।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ