“মহান মুক্তিযুদ্ধের সময় প্রাণদানকারী সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁদের ভূমিকা ও অবদান বাঙালির মুক্তিসংগ্রামকে সেদিন বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত করেছিল। মুক্তিযুদ্ধের নয়মাস দখলদার পাকিস্তানি বাহিনীর রোষানলে পড়ে অনেকে অমানুষিক নিপীড়নের শিকার হন এবং নৃশংসভাবে প্রাণ হারান। অনেক শহিদের খোঁজও আর মেলেনি। মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে বঙ্গবন্ধুর নির্দেশে বিস্তৃত বিবরণসমেত শহিদের তালিকা প্রণীত হয়। মুক্তিযুদ্ধের অমূল্য তথ্য-উপকরণে সমৃদ্ধ ধূলিধূসরিত তালিকাটি গ্রন্থাকারে প্রকাশিত হলো। আমরা আশা করি, মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস রচনার ক্ষেত্রে গ্রন্থটি প্রাসঙ্গিক উপাদান হিসেবে বিবেচিত হবে।