“ফিরে এসো” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আমার লেখা দ্বিতীয় রােমান্টিক উপন্যাস ‘ফিরে এসাে’। প্রথম উপন্যাস ‘এ চোখের দৃষ্টিতে তবুও তুমি’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮-তে। প্রথম উপন্যাসটি ব্যাপকভাবে পাঠকপ্রিয়তা পাওয়ার কারণে সাহসী হই দ্বিতীয় উপন্যাস প্রকাশে। উপন্যাসটি মূলত বিরহ ও রােমান্টিকতার মিশেলে লেখা। উপন্যাসের হনায়ক রবিন নায়িকা রেমা। ঘটনার শেষ পর্যায়ে তাদের দুজনের মিলন হলেও। উভয়কেই হারাতে হয়েছে অনেক কিছু। বলা চলে উভয়ের জীবনের সবকিছু ত্যাগের। বিনিময়ে তারা একে অপরের সান্নিধ্যে।