লেখক
মনি গাঙ্গুলী

মনি গাঙ্গুলী

শেয়ার করুন

মনি গাঙ্গুলীর জন্ম ৮ নভেম্বর, নারায়ণগঞ্জে। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত । অনেক দিন যাবতই তিনি লেখালেখি করছেন। তার প্রথম লেখা “ছোটদের কাগজ’ পত্রিকায় ছাপা হয়। প্রথম উপন্যাস ‘স্পর্শ’ তুমুল পাঠকপ্রিয়তা পায়। এর দ্বিতীয় সংস্করণ এখন পাওয়া যাচ্ছে। এছাড়া রান্না বিষয়ক গ্ৰন্থ আমিষ নিরামিষ’ ছাড়াও রূপচর্চার উপর ইতিমধ্যেই তার দুটাে গ্ৰন্থ যথাক্রমে রূপচর্চার সাতকাহন’ ও ‘রূপচর্চার এ টু জেড’ বেরিয়েছে। রূপচর্চা বিষয়ক এটি তার তৃতীয় গ্রন্থ। মনি গাঙ্গুলী ইংল্যান্ড থেকে প্রকাশিত “সিলেট দর্পণ” পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। মনি গাঙ্গুলী মডেলিং করেন। এ পর্যন্ত তিনি ১৬টি টিভি বিজ্ঞাপন ও ২৫০টি মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন। বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান