লেখক
তারিক আলী

তারিক আলী

শেয়ার করুন

তারিক আলি লেখক ও চলচ্চিত্রকার। বিশ্ব রাজনীতি ও ইতিহাসের ওপর তিনি বই লিখেছেন ডজনের বেশি, পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন মঞ্চ ও বড় পর্দার জন্য। ইসলামের ইতিহাসের রূপরেখা নিয়ে তার রচিত পঞ্চ-উপন্যাসের প্রথমটি বেদানা গাছের ছায়া। উপন্যাসটি বিভিন্ন ভাষায় তৃনদিত হয়েছে। ১৯৯৪ সালে স্পেনে প্রকাশিত হওয়ার পর বিদেশি ভাষার শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বইটি আর্চবিশপ স্যান ক্লমেনস্তে দেল ইনসটিটুটো রােজালিয়া দ্য কাস্ত্রো পুরস্কার লাভ করে।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান