জন্ম ১৯৬৭ সালে, গুয়াহাটিতে। ছোটবেলা কেটেছে ছোট্ট সুন্দর রেলশহর লামডিং-এর সাংস্কৃতিক পরিমণ্ডলে। পেশা শিক্ষকতা, নেশা বাংলা ও অসমিয়া কথাসাহিত্য। গুয়াহাটির প্রাগজ্যোতিষ কলেজে প্রতিষ্ঠিত ‘লিটল ম্যাগাজিন ষ্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর সঞ্চালক। ‘বনফুল’ নামে একটি অনুগল্প পত্রইকা সম্পাদনা করেন কিছুদিন। রাজকুমার মুখোপাধ্যায় সম্পাদিক ‘ভারতজোড়া কথনকথা’ এবং অন্যান্য গ্রস্থে তাঁর অনুদিত অসমিয়া গল্প সংকলিত হয়েছে। সম্প্রতি সাহিত্য আকাদেমি প্রকাশিত ‘লক্ষীনাথ বেজবরুয়ার নির্বাচিত রচনা’ সন্নিবিষ্ট বেজবরুয়ার ‘পদুম কুঁজরী’ উপন্যাসটির বঙ্গানুবাদ তিনি করেছেন। অসম বঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় গবেষণাধর্মী নিবন্ধ প্রকাশিত হয়েছে।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান