“অসভ্য গুহা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জীবন এবং জীবনের গল্প এক আবার এক নয়। কখনও কখনও জীবনে যা ঘটে তা , গল্পের বিস্ময়কে ও ছাড়িয়ে যায়। শিল্পধর্মী কোনও গল্পই জীবনের প্রতিলিপি হওয়াটা বাঞ্চনীয় নয়। বাস্তব ঘটনার ওপর কিছু রং তুলি আঁচড় দিয়ে লেখা গল্পে রুপান্তরিত করে। এই আঁচড়ের মাঝে যে যত মুন্সিয়ানা দেখাতে পারে সে গল্প পাঠকের কাছে তত আকর্ষণীয় হয়। তবে এটা ঠিক যে আমাদের অনেকের জীবন ধারা আপাতত সাদামাটা মনে হলেও তার ভিতরে এক অদৃশ্য কাব্যময়তা আছে; আর তাকে ঠিকমতাে তুলে ধরতে পারলে, উত্তীর্ণ এক গল্প হয়ে যায় ।