“ছন্দা ও আমাদের মুক্তিযুদ্ধ” বইয়ের পিছনের কভারের লেখা:
সকালে দুরুম দুরুম গুলির আওয়াজ আর মানুষের চিৎকারে ঘুম ভেঙে গেল। দেখি ছন্দা আমার পাশে শুয়ে ঘুমাচ্ছে। ‘ ছন্দাকে ডেকে তুললাম, এই উঠ যুদ্ধ হচ্ছে। ছন্দা চোখ কচলাতে কচলাতে উঠে বসল । জানতেও চাইল। না কোথায় যুদ্ধ হচ্ছে। আমরা বাইরে এসে দাড়ালাম। সামনে পচাখােলা বিল। বিলের অপর পাড়ে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ও দিক থেকেই গােলাগুলির আওয়াজ আসছে। আমাদের গ্রামে যুদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পরে আমাদের বাড়ি।
থেকে কুন্ডলী পাকিয়ে ধােয়া উঠতে লাগল। মা ঘরের কোনায় গিয়ে কলাগাছ ধরে স্তব্ধ হয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। মা হাউ হাউ করে কাঁদতে পারতাে। আমার সব শেষ হয়ে গেল, বলে চিৎকার করতে পারতাে। কিন্তু সে কোন শব্দ করল না, কাঁদল না। পাছে ছন্দার মায়ের কষ্ট বেড়ে যায়। এই ভয়ে আমার মা ছন্দার মাকে খুব শ্রদ্ধা করে। বাবাকে দেখলাম খালের পাড়ে হাটা-হাটি করছে। মামা আর পরিতােষ কাকা বাড়িতে নেই।