“পেশা যখন বিক্রয় সাফল্যের সাত-সতেরো” বইয়ের ফ্ল্যাপের কথাঃ
পেশা হিসেবে বিক্রয়কর্ম আনন্দময় অভিজ্ঞতা; সাফল্যের ঝরনাধারা। বহুবর্ণের এই পেশার রয়েছে নিজস্ব ব্যাকরণ। যুগের সঙ্গে পাল্লা দিয়ে এই নিগূঢ় বিদ্যাও আধুনিক হয়েছে। যদিও এর সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকেই হতাশার আবর্তে ঘুরপাক খান, কিন্তু একটিবার এর গূঢ় রহস্য উদঘাটন করতে পারলে বিক্রয় পেশার অপরূপ সৌন্দর্য উপলদ্ধি করে মুগ্ধ হতেন! নিছক বাণিজ্যিক উদ্দেশ্যে এই বইটি লেখা হয়নি; বরং চেষ্টা করা হয়েছে। বিক্রয় পেশার সাফল্যের মুল সূত্রগুলােকে একই সূতােয় বাঁধতে সত্যিকারের পেশাদারিত্ব অর্জনে এই বইয়ের কোনােই বিকল্প নেই। সেইদিন খুব বেশি দূরে নয়, যেদিন এই বইটি বাংলাদেশের সকল বিক্রয় পেশাজীবীর হাতে হাতে পৌঁছে যাবে। সুতরাং আপনিই-বা বাদ থাকবেন কেন? যারা নিত্য সাফল্যের রােডম্যাপ খোঁজেন; বিক্রয় পেশায় উন্নতি করতে, চান, বইটি তাদের শুধু পাঠ্য নয়, অবশ্যই সংগ্রহে রাখার মতাে।