“অর্থবহ জীবনের সন্ধানে” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
অর্থবহ জীবন (A meaningful life) তাে সবারই কাম্য। জীবনটাকে কি করে নানাদিক দিয়ে অর্থবহ করা যায় সেই উদ্দেশ্য নিয়েই বইটি রচিত। বইটি মূলত আত্ম-উন্নয়নমূলক, ইংরেজিতে যাকে বলে Self help book.
জীবনে অর্থের প্রয়ােজন অনস্বীকার্য। তাই কর্মজীবনে উন্নতি এবং প্রতিষ্ঠা লাভের জন্যে কী কী করণীয় সেই সম্পর্কে আলােচনা বইটিতে প্রাধান্য পেয়েছে। তবে আলােচনার পরিধিটাকে বিস্তৃত করার উদ্দেশ্যে মানুষের জীবনের সামগ্রিক সার্থকতা লাভে সহায়ক অন্যান্য প্রসঙ্গও টেনে আনা হয়েছে। খাদ্য, পানীয়, স্বাস্থ্য, স্ট্রেস, টেনশন, ধর্ম ও আধ্যাত্মিকতা, পারিবারিকসামাজিক দায়িত্ব-কর্তব্য, ন্যায়নীতি, চরিত্রগঠন, সন্তান পালন, মানি-ম্যানেজমেন্ট, সৌন্দর্যচর্চা, রিপু শাসন, মানবিক গুণাবলী, শান্তি অনুসন্ধানের বিভিন্ন পন্থা ইত্যাদিও গ্রন্থটিতে আলােচিত হয়েছে নানা পরিপ্রেক্ষিতে। গুরুতর বিষয়ের ফাঁকে ফাঁকে ভিন্নধরনের কিছু কিছু কথাও স্থান পেয়েছে যাতে বইটি পড়তে গিয়ে একঘেয়ে মনে না হয়। এক কথায় বলা যায় সুন্দর, সার্থক জীবনের জন্য অবশ্যপাঠ্য একটি বই এটি।