ভূমিকা
যিনি দ্যুলোক ও ভূলোকের একচ্ছত্রধিপতি, যিনি অসীম জ্ঞানের দ্বারা সবকিছু সৃষ্টি করে অকল্পনীয় সুষ্ঠভাবে পরিচালনা করছেন, যিনি আমার মতো নগণ্য লেখককে কিছু লেখার তওফিক দিয়েছেন, তাঁরই পাক দরবারে জানাই লাখোকোটি শুকরিয়া। জ্ঞান হবার পর থেকে সংসার সম্বন্ধে যতটুকু জ্ঞান অর্জন করেছি, এটা তারই ফসল। এর সমস্ত ঘটনাবলী বাস্তব, আর বিভিন্ন সংসার থেকে নিয়ে রচিত। যারা সত্যিকার স্বামী-স্ত্রী হতে পেরে সংসারধর্ম পালন করে তারাই সাংসারিক জীবনে প্রকৃত সুখী।
এই বইয়ে কাহিনী লেখার সময় রাজশাহীর সারেংপুর গ্রামের তাইনুসুর রহমান ভাইয়ের কাছে থেকে সাহায্য পেয়েছি। সে জন্যে তার কাছে আমি চিরকৃতজ্ঞ।