“তুলনামূলক রাজনীতি ও রাজনীতি বিশ্লেষণ পদ্ধতি” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
রাজনীতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে মানুষ তার রাজনৈতিক আদর্শ অনুসারে নিজের সমাজকে বিন্যস্ত করে। এ অর্থে রাজনীতি বিশ্লেষণ সম্ভবতঃ রাজনীতির মতােই প্রাচীন। মানুষ যখন প্রথম রাজনৈতিক সমাজের পত্তন করেছিল, তখন থেকেই তা তাদের বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ তাদের দ্বারা গঠিত রাজনৈতিক সমাজের প্রকৃতি কি, লক্ষ্য কি এবং কিভাবে এর উৎকর্ষ বিধান করে সদস্যদের কল্যাণ সাধন করা যায় তা তাদেরকে ভাবিত করে তােলে। এ ভাবনা থেকেই সম্ভবতঃ রাজনীতি বিশ্লেষণের সূত্রপাত। কিন্তু পদ্ধতিগতভাবে রাজনীতি বিশ্লেষণের যাত্রা শুরু হয় অনেক পরে। বর্তমানে রাষ্ট্র চিন্তাবিদেরা রাজনীতির বিভিন্ন দিকের ওপর প্রাধান্য দিয়ে এবং বিশেষ ধরনের তথ্য ও পদ্ধতির মাধ্যমে রাজনীতিকে ব্যাখ্যা করে আসছেন।