ফ্ল্যাপে লেখা কিছু কথা
চলমান কাল সমাজ, রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সম্পর্কিত সাম্প্রতিক চিন্তা-ভাবনা ও বিশ্লেষণের সমাহার। এই বইতে যে লেখকগুলো সংকলিত হয়েছে তা সমকালীন সমাজ-জীবনের বিভিন্ন ক্ষেত্রের বিচিত্র ঘটনা ও ধারার বিশ্লেষণাত্বক প্রতিকৃতি। এর বেশিরভাগ লেখাই রচিত প্রকাশিত হয় বাংলাদেশের অতি সাম্প্রতিক ক্রান্তিকালের পটভূমিতে। এই কাল ছিল ২০০৭ সনের ১১ জানুয়ারি থেকে ২০০৯ সনের ৬ জানুয়ারি পর্যন্ত বিস্তৃত জরুরী অবস্থার আওতায় প্রলম্বিত অভূতপূর্ব তত্ত্বাবধায়ক সরকারের সময়। নির্বাচিত সরকার ফিরে আসার পর চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে কয়েকটি লেখাও এই বইয়ে স্থান পেয়েছে। এ ছাড়া এই গ্রন্থে গ্রন্থকারের আগের কিছু রচনা অন্তভূক্ত হয়েছে। ‘ষাটের দশকে বাঙ্গালী মধ্যবিত্ত’ শীর্ষক লেখাটি সত্তর-এর দশকে বহুল প্রচারিত সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত হয়। বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের ঐতিহাসিক বিবর্তনের বর্ণনা ও বিশ্লেষণ এতে রয়েছে বলে এই রচনাটি সকালের চালচিত্র বুঝতে সাহায্য করবে-এই প্রত্যাশায় একে বর্তমান সংকলনে অন্তর্ভূক্ত করা হলো।