“মাৎস্যন্যায়ের এই বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সংকলিত প্রবন্ধগুলাের বিষয়বস্তু দুটি: বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া। বাংলাদেশ নিয়ে আলােচনার অন্তর্নিহিত বক্তব্য হলাে, বিরাজমান পরিস্থিতি ও চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দেশটিকে মাৎস্যন্যায়ের দেশ হিসেবে অভিহিত করা যায়। মাৎস্যন্যায় বলতে বােঝায় এমন এক পরিস্থিতি যখন বড় মাছ ছােট মাছ গিলে খায়। অর্থাৎ এমন পরিস্থিতি চরম অরাজকতার সূচক। শশাঙ্কের মৃত্যুর পর প্রাচীন বাংলায় এমন অরাজক পরিস্থিতি বিরাজ করেছিল প্রায় একশ’ বছর। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি অভিন্ন। দ্বিতীয় বিষয়বস্তু আলােচিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত দক্ষিণ এশিয়ার ইস্যু। ইসলামী সম্মেলন সংস্থার সর্বসাম্প্রতিক অবস্থা সম্পর্কেও একটি প্রবন্ধ আছে সব শেষে।