“নির্বাচিত প্রবন্ধ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
তত্ত্ব, তথ্য এবং যুক্তির প্রাধান্যই মােহাম্মদ আবদুল হাইয়ের প্রবন্ধের মূল বৈশিষ্ট্য। চিরায়ত সাহিত্যবিশ্লেষণে তার বােধের বিকাশ ও প্রকাশভঙ্গির স্বাতন্ত্র্য লক্ষণীয়। আশির দশক থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত পত্র-পত্রিকায় প্রকাশিত ও বিভিন্ন সেমিনারে পঠিত এটি তার প্রথম প্রবন্ধ-সংকলন। এই প্রবন্ধ-সংকলনে উপস্থাপিত হয়েছে মানুষ, সমাজ, স্বদেশ, ধর্ম ও বিশ্বায়ন। আলােচনায় আবেগের চেয়ে তত্ত্ব, তথ্য এবং যুক্তিরই এখানে প্রাধান্য পেয়েছে- যা আধুনিক যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মনের কাছে হয়ে উঠতে পারে যথার্থ, যুক্তিসিদ্ধ এবং সাম্প্রতিক বােধের অনুপূরক। বিষয়মাত্রই চিরপুরাতন ও সীমাবদ্ধ, ভঙ্গিই তাকে চলিষ্ণু ও প্রাণবান করে তােলে। এখানেও হয়েছে তাই- সংকলিত প্রবন্ধগুলির বিষয়বস্তু ও প্রকাশের ভঙ্গিই এখানে মুখ্য। ফলে বক্তব্য পরিবেশনে প্রবন্ধকার এখানে যতটা ব্যক্তিনিষ্ঠ তারচেয়ে বেশি বস্তুনিষ্ঠ । এটাই এই প্রবন্ধ-সংকলনের বিশেষ দিক। আশা করি মানব-প্রকৃতির স্বরূপ সন্ধানেও এই প্রবন্ধ-সংকলন পাঠকের প্রাণ স্পর্শ করবে।