ভূমিকা
কাজী নজরুল ইসলাম নামটি আমাদের কাছে আগে অত্যন্ত প্রিয় ছিল বিদ্রোহী কবি হিসেবে। কারণ তাঁর কবিতায় আমরা মূলতঃ পেতাম বিদ্রোহের সুর। সে বিদ্রোহ যেমন বৃটিশ সরকারের শোষণের বিরুদ্ধে, তেমনি সামাজিক অনাচারের বিরুদ্ধে।
বাংলাদেশ সরকার সেই বিদ্রোহী কবিকে ঢাকায় নিয়ে আসেন এবং জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন। আমাদের সেই বিদ্রোহী কবি এদেশের নতুন প্রজন্মের কাছে আজ জাতীয় কবি হিসেবে সুপরিচিত।
কবি নজরুলের কবিতা আর সঙ্গীতের সঙ্গে আমরা পরিচিত সেই শৈশব থেকে। ‘লিচুচোর’ বা ‘কাঠবেড়ালী’ কবিতা দুটি নিজে আবৃত্তি করে অথবা অন্যের আবৃত্তি শুনে পরিতৃপ্ত হয় নি- শিক্ষিতদের ভেতর এমন কেউ আছে বলে মনে হয় না। আবার ‘চল্ চল্ চল্’ মার্চ সঙ্গীতের সুরে পা মিলিয়ে কৈশোরে কুচকাওয়াজে অংশ নিয়েছে এমন লোকের সংখ্যাও এদেশে কম নয়। বহু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে দেখেছি আমরা সমবেত কণ্ঠে গীত ‘দুর্গম গিরি কান্ডার মরু দুস্তর পারাবার’- সঙ্গীতটির ভেতর দিয়ে। স্কুলের একেবারে নীচের ক্লাশ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের পাঠ্যবইতে নজরুলকে পেয়েছি। পুরস্কার বিতরণী বা বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কবিতা ও নাটিকার স্বাদ গ্রহণ করেছি। রবীন্দ্রনাথের মত অত ব্যাপক না হলেও শিশু সাহিত্যে নজরুলের অবদান অপ্রতুল নয়।
অবশ্য একটি কথা বলতে হয় এই প্রসঙ্গে- ছোটদের জন্য রচিত নজরুলের খুব অল্প সংখ্যক কবিতা-ছড়ার সঙ্গেই আমরা পরিচিত। ‘সঞ্চিতা’য় সামান্য কটি শিশুতোষ কবিতার সন্ধান পাওয়া যায়। কিন্তু আসলে ছোটদের জন্য তাঁর লেখার সংখ্যা যথেষ্ট। তাঁর অনেক কবিতা-ছড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে- যা সংগ্রহ করে পুস্ককাকারে প্রকাশের উদ্যোগ তেমন একটা চোখে পড়ে ন।
সুবর্ণ প্রকাশনী এই কাজটিতে হাত দিয়ে আমাদের একটি বড় অভাব পূরণ করলেন। শিশু-কিশোরদের উপযোগী অনেক রচনার সন্নিবেশে তাঁরা নজরুলের ‘নির্বাচিত কিশোর সাহিত্য’ বইটি প্রকাশ করেছেন। এর অনেক কবিতার সঙ্গে আমি নিজেও পরিচিত ছিলাম না। নজরুলের শিশু সাহিত্যের সঙ্গে পরিচিত হবার জন্য এ ধরনের একটি বই যথেষ্ট সহায়ক হবে বলে আমার ধারণা। প্রকাশকের এই উদ্যোগকে অভিনন্দন জানাই।
রোকনুজ্জামান খান
১৭-২-৯৩
সূচিপত্র
* ঝিঙেফুল
* পুতুলের বিয়ে
* সঞ্চয়ন
* ঘুম জাগানো পাখী
* কিশোর
* হাসির কবিতা
* নাটিকা
* গল্প
* আরো কবিতা
* নজরুল জীবনী