“চতুর্মাত্রিক ব্লগ – সংকলন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
যাপিত জীবনের কোলাহল, হলাহল নিয়ত আমাদের ক্লান্ত করে। সেই ক্লান্তির অপর পিঠে জমে অনেক না বলা কথা, ব্যস্ত জীবনে যা কখনই বলা হয়ে ওঠে না। এই বাস্তবতার মাঝেও আমাদের মাঝেই কেউ কেউ ভিন্নতা খোঁজেন; মনের জমিনে ফুটে উঠতে চাওয়া অসংখ্য কুঁড়ির মতাে ধারণাগুলােকে জায়গা করে দিতে চান। আমরা সবাই লিখতে চাই। হয়তাে সবাই লেখক নই, তারপরও সবারই মনে ভাব প্রকাশ করতে ইচ্ছে করে। নিজের পছন্দ-অপছন্দ, মতবাদ, চাহিদা সাহায্যের আশা সবারই জানাতে ইচ্ছা করে। সেই সুপ্ত বাসনাকে পুঁজি করেই চতুর্মাত্রিকের জন্ম। ঠিক চতুর্মাত্রিক নামটা নেয়ার একটা বিশেষ কারণ আছে বৈকি! লেখালিখি এমন এক মাধ্যম যা নিমিষেই আমাদের স্মৃতিচারণের অতীতে নিয়ে যায় (কল্পনায় যতটুকু যাওয়া সম্ভব), আবার পরমুহূর্তেই কল্পনা করতে শেখায় অদেখা ভবিষ্যতের! আর বর্তমানের ঝামেলা, সেটা তাে আছেই! সময়ের এই অদ্ভুত চতুর্থ মাত্রাকে ধরেই চতুর্মাত্রিক!