নতুন শতাব্দীতে স্থানীয় সরকার পথ নির্ধারণে কতিপয় সংলাপ
১৮৭০ সাল থেকে আমাদের ইউনিয়ন পরিষদগুলো কাজ করে আসছে। এত বছর পরর এটা দুর্বল রয়ে গেছে। এটাকে শক্তিশালী করা দরকার, এ কথা সবাই বলেছে এটার অনেক ভূমিকা আছে, এটা টিকিয়ে রাখা দরকার ইত্যাদির বলেছে। তারপরর শক্তিশালী হচ্ছে না এটা। তবে সংস্কার পদক্ষেপেরর অভাব নেই। পৃথিবীর যে কোন দেশে সংস্কার পদক্ষেপের একটা ধারাবাহিকতা থাকে। কিন্তু আমাদের এখানে সংস্কার পদক্ষেপগুলো চূড়ান্তভাবে একটা প্রধান ধারার সৃষ্টি করতে পারেনি। এটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, সেমিনার হয়েছে। সরকারের তরফ থেকে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সরকার কমিশনর আছে। কিন্তু শেষ বিচারে বা কেউ যদি দিনের শেষে চূড়ান্ত হিসাব টানেন তখন দেখবেন ফলটা তেমন কিছুই নয়।
আমরা স্থানীয় সরকার সংশ্লিষ্ট জনশক্তির কথার ভাবছি। আমাদের মনে হয়েছে স্থানীয় সরকারের বন্ধু হবে তারা, যারা স্থানীয় সরকারের কাজ বা উদ্দেশ্যকে সহায়তা করবে। তাকে নিয়ে প্রতিনিয়ত ভাববে এবং এটাকে এগিয়ে নেয়ার চেষ্টা করবে। যারা নির্বাচিত প্রতিনিধি তাদের তো উপায় নেই। তাদের ভাবতেই হবে। কিন্তু এর বাইরে সামগ্রিকভবে চিন্তার দিক থেকে স্থানীয় সরকার সহায়ক একটা প্রতিষ্ঠানের কথা ভাবা দরকার। একটা পদক্ষেপ হলে সেখানে যদি তার সহায়ক শক্তি বা প্রতিষ্ঠান থকে তবে তারা রই পদক্ষেপ এক কদম আগানোর পর যাতে দু’কদম পিছিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক বা সজাগ থাকবে। এই সহায়ক শক্তি রাজনীতির দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, এমনকি এনজিরদের দিক থেকে তেমন নেই।
এই ধরনের সহায়ক শক্তির আবির্ভাব আশু প্রয়োজন।