“দাবা খেলা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ভালাে মন্দের পার্থক্য বুঝতে পারেন না মােতালের সাহেব। তিনি ভাল কি মন্দ আছেন এব্যাপারে নিশ্চিত নন ইদানিং। একসময় যাকে ভাললাগা মনে হত এখন আর তা হচ্ছে না। এরকম কেন মনে হচ্ছে এর কোন অর্থ খুঁজে পান না মােতালেব সাহেব। অল্প কিছুদিন হল তার এ সমস্যা দেখা দিয়েছে। একটু গভীরভাবে তলিয়ে দেখলে মনে হয় নাহ্ ত্রিশ বছর যাবত তার এ সমস্যা। আবার কখনও কখনও মনে হয় একশ’ বছর যাবত। যদিও তিনি জানেন একশ’ বছর টিকে থাকবেন না তিনি। পাঁচ সাতদিনকে মনে হয় ত্রিশ বছর। আবার ত্রিশ বছরকে মনে হয় পাঁচ সাতদিন। ফিজিক্সের সূত্রে যাকে বলা হয় “সময়ের আপেক্ষিকতা অর্থাৎ রিলেটিভিটি অফ টাইম” তবে কী তিনি মানসিক বিকারগ্রস্ত? নিরর্থক জীবনে এতটা বছর কাটালেন কি করে? এখন কি আর জীবনকে অর্থবহ করা সম্ভব? দাবার চালের মত?