জীবনের শেষ দশ বছরে একেবারেই ভিন্ন ধরনের কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ। এর পেছনে নিজেকে বার-বার নতুন করে তোলার প্রবণতা তো আছেই। সেই সঙ্গে আছে দেশে ও দেশের বাইরে দারুণ উদ্বেগময় পরিস্থিতি। ইংল্যান্ড ও ফ্রান্সের জয় কামনা করে ১৯৩৯-এর বিশে সেপ্টেম্বর লেখেন, ‘. . . মানব ইতিহাসে ফ্যাসিজমের নাৎসিজমের কলঙ্ক প্রলেপ আর সহ্য হয় না।’