“বিষয় নদী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ছাপামাধ্যমে সচরাচর যেসব কথােপকথন দেখা। যায়, এই সাক্ষাৎকার তার তুলনায় দৈর্ঘ্যে অনেক। বড় হলেও নজিরবিহীন নয়। কিন্তু এর বিশেষত্ব। হচ্ছে এই আলাপচারিতার বিষয় একটিই, তা-ও আবার নদী। সাক্ষাৎকারদাতাও এমন একজন, বলতে গেলে যার সারা জীবন কেটেছে নদীর। সঙ্গে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নদী ও পানি। ছিল তার অন্যতম পাঠ্য। পিএইচডির বিষয়ও ছিল নদী। বুয়েটে শিক্ষকতার বিষয় মােটাদাগে। পানিসম্পদ হলেও সেখানে ছিল নদীরই আধিপত্য। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে ছিলেন দেড় যুগ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার কর্ম ও তৎপরতায় ঘুরেফিরে এসেছে নদী। নদী রক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে তার মৌলিক চিন্তা সুবিদিত। বড় কথা, অধ্যাপক ড. আইনুন নিশাত বিশেষজ্ঞ হলেও তার ব্যাখ্যা সাধারণ মানুষের বুঝতে কষ্ট হয় না। নদী নিয়ে আগ্রহী সাধারণ নাগরিকেরই এই বই সবচেয়ে বেশি উপকারে আসবে।