“ভালো থেকো প্রিয়া” বইয়ের কথা:
প্রিয়া নামের এক সাধারণ তরুণী ভালােবাসার স্পর্শে কী করে অসাধারণ হয়ে উঠেছে, এ গল্পই বর্ণিত হয়েছে এ উপন্যাসে। বর্তমান পৃথিবীতে যে বহুমুখী সংকট বিদ্যমান এসব সমস্যার সমাধানে বিশ্বের প্রতিটি মানুষ যাতে অবদান রাখতে পারে এ জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে— এমন অনুভূতি থেকেই এ গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রিয়া বড় কিছু করতে আগ্রহ প্রকাশ করেছে। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র প্রিয়াকে এ বিষয়টি ভাবিয়ে তুলেছে। আমাদের তরুণ প্রজন্মও গতানুগতিক অধ্যয়নের পাশাপাশি বড় কিছু করতে আগ্রহী হবে।