ফ্ল্যাপে লেখা কথা
বঙ্গবন্ধু চিন্তা, ধ্যানধারণা, তাঁর দূরদৃষ্টি এবং সর্বোপরি মানবিক গুণাবলি তাঁকে নিশ্চিতভাবে মহামানবে রূপান্তরিত করেছে । মুজিবকে এই শতাব্দির শ্রেষ্ঠতম মানব বললেও একটুকুও বেশি বলা হবে না। তাঁর অগাধ দেশ প্রেম, দেশের মানুষের জন্য অকৃত্রিম ভালোবাসা কোনও ভাবেই , কোন যুক্তিতেই অবমূল্যায়ন করা যায় না। দূর্ভাগা দেশ আর কবে আমরা বুঝতে পারবো মুজিব কতটা বিশাল ক্যানভাসের মানুষ? তাঁর চিন্তা-চেতনায়, মনোজগৎ ব্যাপী পুরোটা জুড়ে ছিল বাংলা ,বাঙালি ও বাংলাদেশ। তাঁর বাঙ্গালিত্ব এতটাই এখর ছিল যে তাঁর অবস্থান মানবিকতার চাইতে আরও কিছুটা বেশি। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই শতাব্দির শ্রেষ্ঠ মানব না বলে শ্রেষ্ঠ বাঙালি বললেই অনেক যুক্তিযুক্ত হয়। যাঁরা এই সংকলনটিতে লেখা দিয়ে একে সমৃদ্ধ করেছেন তাঁরা স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং বিদগ্ধজন। শুধু কেবল অনুভূতি প্রবণ হয়েই লিখছেন এমনটি নয়। এই বইয়ের সবকটি লেখাই শানিত বুদ্ধি এবং চুলচেরা বিশ্লেষণের ফসল যা কিনা চলমান ইতিহাসের খাতায় এক নির্ভূল দলিল হয়ে থাকবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয় বাংলার মেহনতি মানুষ।