ফ্ল্যাপে লিখা কথা
ওয়াহিদ রেজার তৃতীয় কাব্যগ্রন্থ ছিল ১৬ বছর আগে, ১৯৯৬ এর জানুয়ারিতে। মধ্যিখানে লম্বা টান, লম্বা নিরবতা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘দাঁড়াও, কথা আছে’ যখন ১৯৮০ তে বেরোয় তখুনি পাঠকের কাছে নিজস্ব জায়গা কের নিতে পেরেছেন তিনি। ১৯৮৮ তে বেরিয়েছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ঘরে এখন পরপুরুষ’। তখনকার সাময়িক দুঃশসনের বিরুদ্ধে বহুল আলোচিত সেই কাব্যগ্রন্থ, যার সম্পূর্ণটাই রাজনৈতিক কাব্যে ঠাসা। যে কাব্যগ্রন্থের জন্যে ফ্যাসিস্ট সাময়িক সরকারের হুলিয়ার দুর্বিষহ রোদে পুড়তে হয়েছে তাকে। আত্নগোপনে চলে যেতে হয়েছে দীর্ঘদিন।
কেবল গদ্যেই নয়, পদ্যেও তিনি তীক্ষ্ণ শাণিত-বেপরোয়া- নির্ভীক। ‘হে প্রেম হে সুন্দরা’ কবির চতুর্থ কাব্যগ্রন্থ। ওয়াহিদ রেজার কবিতায় প্রেম-ব্যর্থতা-কাম-বাসনা-ক্রোধ-স্বপ্ন এবং পাওয়া না পাওয়ার উপলব্ধি এমন স্পষ্ট ও অশনিতীক্ষ্ণ উক্তিতে বিন্যস্ত যে সব কবির পক্ষে যা সম্ভব নয়। প্রতিটি কবিতার চিত্রকল্পে, উপমায়, প্রতীকে তিনি একেবারেই আলাদা। অসাধারণ।