শিশু সত্যজিৎ-এর খাতায় রবীন্দ্রনাথ একটি কবিতা লিখে দিয়েছেন, সে-কবিতা এখন মুখে-মুখে ফেরে। সত্যজিতের পিতামহ উপন্দ্রকিশোর রবীন্দ্রনাথের গানের স্বরলিপি তৈরি করেছিলেন। সত্যজিতের বাবা সুকুমার রায় ছিলেন রবীন্দ্রনাথের ‘যুবক বন্ধু’। মা সুপ্রভা রায় রবীন্দ্রসঙ্গীত গাইতেন। সত্যজিৎ লেখাপড়া করেছেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন, রবীন্দ্রনাথের লেখা ছোটগল্প ও উপন্যাস থেকে তৈরি করেছেন পাঁচটি কাহিনীচিত্র। এঁকেছেন রবীন্দ্রনাথের রেখাচিত্রও।
আলী ইমাম
জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫০, ব্রাহ্মণবাড়িয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর।
সাবেক মহাব্যবস্থাপক, বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল ওয়ান। সাবেক প্রধান নির্বাহী, মাই টিভি ও মোহনা টেলিভিশন।
শিশুসাহিত্যিক। প্রকাশিত গ্রন্থসংখ্যা পাঁচ শতাধিক। ২০০২ সালে পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার ।