“হযরত আলী” বইটির সম্পর্কে কিছু কথাঃ
হযরত আলীর জীবন আর খেলাফত-কাল কেটেছে এক অস্বাভাবিক দুর্যোগের মধ্যে তিনি অসাধারণ বীর আর ন্যায়পরায়ণ খলিফা ছিলেন তাতে সন্দেহ নেই, তবুও আমার বিশ্বাস, জ্ঞান-সাধকের ভূমিকা ছিল তাঁর সবার উপরে। তার সমকক্ষ জ্ঞান-সাধক সে যুগে শুধু আরব দেশে কেন, অন্যত্রও ছিল কিনা সন্দেহ। তিনি তার জ্ঞানগর্ভ বাণীর যে উত্তরাধিকার রেখে গেছেন মানুষের জন্য তার থেকে উত্তম উত্তরাধিকার কল্পনা করা যায় না। বাঙলা ভাষা-ভাষীরাও যাতে এ অমূল্য উত্তরাধিকারকে নিজের জীবন আর মনমানসের পাথেয় করে নিতে পারে এ উদ্দেশ্যে আমি এ সবের উপরই গুরুত্ব দিয়েছি বেশি। আমার এ-ও বিশ্বাস, সত্যিকার হযরত আলীকে খুঁজে পাওয়া যাবে তার জ্ঞান-সাধনা আর, ভাব-গভীর কথামতে।