তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা

৳ 250.00

লেখক লে. কর্ণেল (অব:) এম এ হামিদ পিএসসি
প্রকাশক কালিকলম প্রকাশনা
আইএসবিএন
(ISBN)
984702540065X
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৯২
সংস্কার 1st Published, 2016
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
১৯৭৫ সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংগঠিত হয়েছিল তিন তিনটি সেনা-অভ্যুত্থান। তিনটি অভ্যুত্থানই যুগান্তকারী ঘটনা, শতাব্দীর অন্যতম ঐতিহাসিক ঘটনা, যেগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক পরিমন্ডলে ঘটে ব্যাপক উত্থান-পতন। এমন কি সরকার পরিবর্তনের মত অবিশ্বস্য ঘটনাও ঘটে যায়। সৌভাগ্যবশত : তিনটি ঐতিহাসিক অভ্যূত্থানই অতি নিকট থেকে দেখার সুযোগ আমার হয়েছিল। প্রায় প্রতিটি ঘটনার সাথে কমবেশি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সংযুক্ত ছিলাম।

অন্যরা যেখানে শুনে শুনে লিখেছেন, আমি সেখানে নিজে প্রত্যক্ষ করে লিখেছি। ইতিমধ্যে বেশ কিছু লেখক অভ্যুত্থান ঘটনাগুলো না দেখেই শুধু শুনে শুনেই রং চং দিয়ে বিভিন্নভাবে অতিরঞ্জিত করে গল্পাকারে অলংকরন করে লিখেছেন। এতে প্রকৃত তথ্য বিকৃত হয়েছে।

১৫ আগস্ট, ৩ নভেম্বর,৭ নভেম্বর অভ্যুত্থানগুলোর উপর আমার লেখার সুবিধা হলো, ঐ সময় সৌভাগ্যক্রমে আমি ঢাকার স্টেশন কমান্ডার হিসেবে অত্যান্ত কাছ থেকে ঐতিহাসিক অভ্যুত্থানগুলো প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল। এছাড়া অভ্যূত্থানের প্রধান নায়কদের প্রায় সবার সাথে ছিল আমার ঘনিষ্ঠ পরিচয় ও সরাসরি জানাশোনা।

L. Cornel (Re.) M A Hamid PSC ১৯৩২ সালে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে কাবল মিলিটারী একাডেমীতে ক্যাডেট হিসেবে যােগদান করেন। ১৯৫৫ সালে একাডেমী থেকে কমিশন লাভ করেন। তৎকালীন ১৪ পাঞ্জাব রেজিমেন্ট সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যােগদান করেন। পরবর্তীকালে ১৯৩৬ সালে তিনি ৩য় ইষ্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তিনি চাকুরিজীবণে পাকিস্তান সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পেশােয়ারে পাকিস্তানী ক্যাম্পে অন্তরীন হন। সেখান থেকে ১৯৭২ সালে তিনিও সপরিবারে পলায়ন করেন। ঐ বছরই সেপ্টেম্বর মাসে ঢাকা পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীতে মিলিটারী সেক্রেটারী হিসেবে যােগদান করেন। তার পলায়নের উপর ভিত্তি করে তিনি পাকিস্তান। থেকে পলায়ন’ নামে একখানি গ্রন্থ রচনা করেন। তিনি ঢাকা স্টেশন কমান্ডার থাকাকালীন সময়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর ও ৭ই নভেম্বর এই তিনটি ঐতিহাসিক সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। অভ্যুত্থানের পরপরই তিনি ঢাকার লগ এরিয়া কমান্ডার পদে অধিষ্ঠিত হন। কিন্তু মাত্র তিন মাস পর সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে মতানৈক্য হওয়ায় তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। অবসর জীবনে তিনি বিভিন্ন জাতীয় ক্রিড়া সংগঠন ও খেলাধুলার সাথে জড়িত ছিলেন। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট জিয়া তাকে ক্রিড়া নিয়ন্ত্রন বাের্ডের ভাইস-চেয়ারম্যান নিযুক্ত করেন। ১৯৮৮ সালে প্রেসিডেন্ট এরশাদ এসে তাকে অব্যাহতি দেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ