”ঢোঁড়াই চরিত মানস” বইয়ের সংক্ষিপ্ত কথা:
দূর পল্লী অঞ্চলের মানুষ জানে না শহর কি। কিংবা দেশ কাকে বলে। জাতীয়তাবাদের তো প্রশ্নই নেই। কিন্তু রাজনীতির ছোঁয়া উড়ে আসে সেখানেও। গান্ধী সেখানে গানহি বাওয়া। তাঁর অসহযোগ সেখানে এসে বিকৃত হয়। নারী স্বাধীনতা কি তারা তা জানে না। কিন্তু সতীনাথ রামিয়ার মাঝে দেখিয়েছেন ‘ওমেনস লিব’। আবার এই গল্প মানুষের, সামষ্টিক। কখনও ব্যক্তিগত। শুধু ঢোঁড়াই এর, একার। এক নিঃস্ব, বোকা, ভাগ্যের হাতে মার খাওয়া মানুষের গল্প। (Mahmudur Rahman)