‘জীবনটা এক বিশাল রঙ্গমঞ্চ, আর প্রতিটি মানুষ তার নট-নটী’ -শেক্সপিয়র জীবনের বিচিত্র রঙ্গমঞ্চে মানুষের মন, ভাবনা, আচরণ কতোই না বিচিত্র! মানুষ ভাবে এবং বিশ্বাস করে যে, সে জানে সে কে, কী চায়, কিভাবে চায়। আসলে কি মানুষ জানে? হয়তো জানে। হয়তো জানে না। অথবা হয়তো কিছুটা জানে, কিছুটা নয়। এই জানা না-জানার রহস্যময় আলো-আঁধারি নিয়েই মানুষ ও তার মানস। জীবনবাদী লেখকেরা এই মানুষকেই উপজীব্য করেন তাঁদের রচনায়। যেমন করেছেন নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী মিশরীয় লেখক নাজীব মাহফুজ। আহসান সাইয়েদ অনূদিত নাজিব মাহফুজের ছোটগল্পগুলোতে মানুষের দেখা-অদেখা বিচিত্র অন্তর্ভুবনের সরল অথচ বর্ণিল প্রতিচ্ছবির পরিচয় পাওয়া যায়।