কয়েক বছর পূর্বে “নেপোলিয়ন বোনাপার্টের বিচিত্র কথা’ এর যাবতীয় কপি বিক্রি শেষ হয়ে যায়। আমি তক্ষৃণি অনুভব করি যে, ‘হিটলারের বিচিত্র জীবন’-এর মতো এ বই খানিও সুধী পাঠকের মনোরঞ্জন করতে সমর্থ হয়েছে। কিন্তু নানা অসুবিধার দরুন গ্রন্থখানির পরবর্তী সংস্করণ প্রকাশ বিলম্বিত হয়। গত বছর (ফেব্রুয়ারি, ১৯৮৬) আমি মোটর দূঘটনায় পতিত হয়ে তিন মাস হাসপাতালে কাটাই, তাতে আরো এক বছর পিছিয়ে যায়।
নতুন সংষ্করণ মুদ্রণের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী বন্ধদের কাছ থেকেও অনুরোধ আসে। অবশেষে বই প্রকাশিত হলো। কাহিনীর প্রয়োজনে দু-একটি পরিচ্ছেদের কিঞ্জৎ পরিবর্ধন করা হয়েছে। পাঠক লক্ষ্য করবেন যে, বর্তমান সংস্করণে আরো দু-একটি চিত্র সংযোজন করা গেল।
বর্তমনা সংস্করণটি শোভন আকারে প্রকাশ করেছেন ঢাকার প্রখ্যাত প্রকাশক নওরোজ কিতাবিস্তানের জনাব আবদুল কাদির খান। তাঁকে ধন্যবাদ জানাই